আজমিরা কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃকালিগঞ্জে এম এম প্লাজার ৫ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত আছানুর রহমান। কালিগঞ্জে ৬ তলা এম এম প্লাজার ৫ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে আছানুর রহমান (১২)। সে কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের কুলিয়া দূর্গাপুর গ্রামের আছের আলীর পুত্র। আহত আছানুর রহমান বাজার গ্রাম রহিম পুর জামে’আ এমদাদিয়া তা’লিমুল কোরআন মাদ্রাসার নূরানীর একজন ছাত্র।জানাগেছে,কালিগঞ্জ থানা সদরে ৬তলা এম এম প্লাজার ৫ তলা ভবনে আছানুর রহমান উঠে ঘুরাঘুরির এক পর্যায়ে প্লাজার দক্ষিণ প্বাশে ভবন থেকে নিচে পড়ে যায় এবং রক্তাক্ত জখম হয়। এ সমসময় ভবনে কর্মরত মিস্ত্রিরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে,গত ১মার্চ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে, মারাত্মক জখম অবস্থায় তাকে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।পরে সাতক্ষীরা সদরে নিলে অবস্থার অবনতি দেখে খুলনা ২৫০ শয্যা ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আছানুরের অবস্থা আরও মারাত্নক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আছানুরের অবস্থা খুবই আশংখ্যাজনক বলে জানা গেছে
Discussion about this post