বিশেষ প্রতিবেদকঃআগামী ৭ ই ফেবরুয়ারি রাজধানীর মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।
তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনার টিকা নেওয়ার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে গত বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ৭ ই ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলে তখন সরকারের অনেকেই এই টিকা নেবেন।