সম্পাদকীয়ঃএকাত্তরের কথাই বলি। একটা মুক্ত জাতি হলাম, মানচিত্রে একটা নতুন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো, তারপর একটা সংবিধান তৈরি করলাম। যদি অর্জনের কথা বলি, তাহলে এর চেয়ে বড় অর্জন পৃথিবীর খুব কম জাতির আছে। তার পর ‘৭৫ সালে ক্ষমতার রদবদলটা রক্তপাতের মধ্য দিয়ে হলো। যদি রাজনৈতিক ভাষাতে কথাটা বলি তাহলে বলব, মুক্তিযুদ্ধে অর্জিত সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের প্রথম ৫টি বছর কাটার আগেই পুরো অর্জনটাকে কবর দেওয়ার ব্যবস্থা হয়ে গেল এবং পরিস্কার বোঝা গেল,গায়ের জোরে রক্তপাতের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে নেওয়া হলো ।
Discussion about this post