রৌমারীকুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের
রৌমারীতে ৮৫ বোতল ভারতীয় মদ
(অফিসার চয়েস) উদ্ধার করেছে
বিজিবি। শুক্রবার রাতে
গোপন তথ্যের ভিত্তিতে
উপজেলার ব্যাপারীপাড়া সীমান্তে
অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার
করা হয়।
বিজিবি সূত্রে জানাযায়,
অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর
নিজ ঘর ও ধান ক্ষেত
থেকে ৮৫ বোতল ভারতীয় মদ
অফিসার চয়েস উদ্ধার করা হয়।
এব্যাপারে রৌমারী
বাংলাবাজার বিওপি কমান্ডার
নায়েব সুবেদার নুরুল আমিন
সাংবাদিকদের জানান,
নওদাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ীর
বাড়ি থেকে মাদক ব্যবসায়ীর হেফাজতে
থাকা ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
করা হয়েছে। এ বিষয়ে রৌমারী
থানায় একটি মামলা দায়ের করা
হয়েছে বলে জানাগেছে ।